Department of Bangla

”জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সবাইকে স্বাগতম। বাংলা বিভাগ এক গৌরবোজ্জ্বল ঐতিহ্যের উত্তরাধিকারী। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকতার স্বরূপ প্রকাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রয়েছে এক অনন্য ঐতিহাসিক ভূমিকা। অনেক যশস্বী, মেধাবী ও গুণসম্পন্ন ব্যাক্তিত্ব বাংলা বিভাগে শিক্ষকতা করে প্রতিষ্ঠানকে ধন্য করেছেন আর জ্ঞানদানে কীর্তিমান প্রজন্ম তৈরি করে জাতিগঠনে রেখেছেন অসামান্য ভূমিকা। সে ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আজও বহমান এবং অক্ষুন্ন। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর কর্মসমন্বয়ে বিভাগের সুনাম ও গৌরবের ধারা অপ্রতিরোধ্য থাকবে বলে আমার আশাবাদ। ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির চর্চা ও পরিপালনে বাংলা বিভাগ সবসময় অগ্রযাত্রীর ভূমিকা পালন করবে। বাংলা বিভাগের পক্ষ থেকে সেই অগ্রযাত্রায় সবাইকে সঙ্গী হিসেবে স্বাগত ।”

[ Welcome to the Department of Bangla of Jagannath University. The Department of Bangla is the inheritor of a glorious tradition & heritage. Jagannath University’s Department of Bangla plays an unique and historical role in telling the identity of Bangla’s history, heritage, values, research, culture and modernism. Many sophisticated, smart, talented and intellectual individuals have graced this institution by teaching in this department. They have invaluable contribution in securing the future of the nation by mentoring and building up the young generation. Their glorious tradition is still continuing without change to this day. I hope in the future the proud image and reputation of this department will remain constant through the coordination and effort of the academic and non-academic staff of Bangla Department. The Department of Bangla will always be the vanguard in exercising and preserving the history-heritage, language and culture. On behalf of the Department of Bangla I welcome everyone to be a part of this glorious journey. ]

 

 

Dr. Milton Biswas

Professor & Chairman

Department of Bangla