Department of Music

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে বিশেষ অবদান রেখে চলেছে সংগীত বিভাগ। ইতোমধ্যেই বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ বিশেষ স্থানে অধিষ্ঠিত হয়েছে। সংগীত বিভাগ ২০১৬ সালে ১ম সংগীত উৎসব ও ২০১৭ সালে আন্তর্জাতিক সংগীত উৎসব উদযাপন করে যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা লাভ করে।


সংগীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ২০১৩ সালে ‘ড্রামা এন্ড মিউজিক বিভাগ’ নামে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ৫ জানুয়ারি ২০১৬ থেকে সংগীত বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে । বর্তমানে বিএ (সম্মান) কোর্সে চারটি আবর্তনের শিক্ষা কার্যক্রম চলছে। বিভাগে শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্র সংগীতের দুটি শাখা চালু আছে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নজরুল সংগীতের শাখাটিও সংযোজিত হচ্ছে। ৬ জন সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এ বিভাগ। তাঁদের মধ্যে একজন পিএইচডি ডিগ্রিধারী। একজন এম.ফিল সম্পন্ন করেছেন এবং তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রমে যুক্ত রয়েছেন। এ বিভাগে স্বনামধন্য শিক্ষকদের  দক্ষ এবং কঠোর পরিশ্রমের ফলে বিভাগটি সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রত্যাশা করি, অদূর  ভবিষ্যতে দেশ-বিদেশে সংগীত বিভাগের শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।